বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পুলিশ। বোমা বিস্ফোরণে জেলা তথা রাজ্য প্রশাসনে চলছে তোলপাড়। এগরার খাদিকুল, ভূপতিনগরের নাড়ুয়াবিলা, কোলাঘাটের প্রয়াগ গ্রামের বিস্ফোরণ জেলা তথা রাজ্য প্রশাসনের নজর কেড়েছে। বিস্ফোরণ রুখতে রাজ্য প্রশাসনের নির্দেশে নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশে জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুর থানার বড়হাট গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করে। পাশাপাশি ওই গ্রামের জগন্নাথ আদক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতকে আজ সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।পুলিশ হেফাজতের আবেদন জানালে বিচারক সেই আবেদন মঞ্জুর করেছে। পটাশপুর থানার ওসি জানিয়েছেন রবিবার সন্ধ্যায় বড়হাট গ্রামের একটি বাড়িতে হানা দিয়ে প্রায় দু লক্ষাধিক টাকা মূল্যের শব্দবাজি উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্ত করছে এর পিছনে আরো কেউ যুক্ত রয়েছে কিনা। পুলিশ সূত্রে জানা গেছে এই অবৈধ কারবার বন্ধ করার জন্য নিরন্তর পুলিশি অভিযান চলবে।






