পূর্ব মেদিনীপুরে জেলা শাসক  ভবনে পালিত হল ৭৮তম স্বাধীনতা দিবস - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৭শে আষাঢ়, ১৪৩২ শুক্রবার ( ১১ই জুলাই, ২০২৫ )

পূর্ব মেদিনীপুরে জেলা শাসক  ভবনে পালিত হল ৭৮তম স্বাধীনতা দিবস

সারা দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় জেলা শাসক  ভবনে পালিত হল ৭৮তম স্বাধীনতা দিবস। তমলুকের নিমতৌড়িতে জেলাশাসক ভবনের সামনে সকালে পতাকা উত্তোলন করেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি।পতাকা উত্তোলনের শেষে জেলাবাসির কাছে জেলার সার্বিক উন্নয়নের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এবং জেলাবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দেন জেলাশাসক।

জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দিব্যা মরুগেশন, অতিরিক্ত জেলা শাসক ভূমি ভূমি রাজস্ব বৈভব চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে সহ জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মীবৃন্দ।

জাতীয় পতাকা উত্তোলনের পরে “কারার ঐ লৌহ কপাট”স্বাধীনতা আন্দোলনের ইতিহাস প্রদর্শিত হয়, ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা সংগ্রামীদের অবদান তুলে ধরা হয়। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উৎসাহিত করবে বলে জানালেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী। এরপর জেলা শাসকের দপ্তরের নাচ,গান, আবৃতির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

Related News

Also Read

23:07