গেরুয়া শিবিরে স্থানীয়স্তরের ক্ষমতা দখলের লড়াই এবার চরম আকার নিল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি-২ ব্লকের নিজকসবা অঞ্চলে। সূত্রের খবর, গত কয়েকদিন ধরে লাগাতার নিজেদের মধ্যে মারামারির অভিযোগে দায়ের হল থানায়। ৩টি অভিযোগের ভিত্তিতে মোট ৮ জন বিজেপি নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা রুজু করেছে তালপাটি কোস্টাল থানার পুলিশ। এর মধ্যে দু’টি মামলায় ৪ জন অভিযুক্তকে রাতে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, নিজকসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন খেজুরি – ২ পঞ্চায়েত সমিতির সভাপতি উদয়শঙ্কর মাইতি, স্থানীয় সুন্দরপুর সংসদের বিজেপি সদস্যের স্বামী সুভাষ মণ্ডল এবং অপর বিজেপি নেতা মোহন প্রামাণিক। এই ৩ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার-সহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, মারামারি ও বেআইনি অস্ত্রের ব্যবহারের অভিযোগে উদয়শঙ্কর এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া সৌরভ সরকার নামের এক বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় এস সি- ৪ মণ্ডল বিজেপির সভাপতি সূর্যকান্ত দাস। তাঁর বিরুদ্ধেও হত্যার চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত ৪ জনকেই কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
অন্য একটি মামলার অভিযোগকারী হলেন বিজেপি নেতা খোকন পাত্র। পুলিশ ওই মামলার বাকি ৪ জন আসামির খোঁজ চালাচ্ছে।কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস এই বিষয়ে বলেন,’ অভিযুক্তরা নানান কারণে মারামারি করে এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করেছিল। এ বিষয়ে ৩টি অভিযোগ জমা পড়েছিল। দু’টি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজতে





