শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ২ দেশপ্রাণ ব্লক তৃণমূল আইএনটিটিইউসি’র উদ্যোগে মুকুন্দপুর বাজার সংলগ্ন এলাকায় এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।
সভায় কাঁথি সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শিবরাম মাইতি ছাড়াও দেশপ্রাণ ব্লক তৃণমূল সভাপতি দেবাশিষ ভূঞা,
ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি অজয় সাউ,কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ,কাঁথি মহকুমা খাটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল,আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আনসার হোসেন দপ্তরি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় কয়েকশো তৃণমূল শ্রমিক, পরিবহন কর্মী এবং সমর্থকরা উপস্থিত থেকে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেন।
Post Views: 5





