প্রদীপ কুমার সিংহ
শহরের ডাকাতির আগেই গ্রেফতার ৪ ডাকাত দল। বারুইপুর থানার অন্তর্গত 20 নম্বর রেল গেট কাছ থেকে গ্রেফতার ডাকাত দলকে। পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর বৃহস্পতিবার রাতে ভার্তিয়া পাশে ২০ নম্বর রেল গেটের কাছে ১০ জনের ডাকাত দল জড়ো হবার খবর পেয়ে পুলিশের স্পেশাল টিম হানা দিয়ে ডাকাত দলের ১০ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে।

বাকিরা পালিয়ে যায় তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক, একটি তাজা কার্তুজ, একটি ধারালো অস্ত্র,তালা ভাঙ্গা লোহার রোড। ধৃতদের মধ্যে মনিরুল লস্কর (পচা) সূর্যপুরের বাসিন্দা,ও উমির শেখ কুলতলির বাসিন্দা, বাকি সবাই দক্ষিণ ২৪ পরগনা বাসিন্দা।

ধৃতদের নামে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্যান্য থানায় মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ধৃত চারজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় শুক্রবার দুপুরে।




