কাঁথি শহরে পথবাতি প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌম্যেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করছে কাঁথি থানার পুলিশ।
পুলিশের নোটিশ পেয়ে সিআরপিএফ বেষ্টিত হয়ে সৌম্যেন্দু অধিকারী সকাল ১০টা নাগাদ কাঁথি থানায় পৌঁছায়।তারপর ৯ ঘন্টা কেটে গেছে।সন্ধ্যা ৭টা অবধি তাঁকে ছাড়েনি পুলিশ।এই নিয়ে পুলিশের থেকে কোন মন্তব্য করা হচ্ছেনা।অধিকারীদের থেকেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত শুধু পথবাতি নয়, পুরসভার শ্মশানের জমিতে দোকান তৈরি নিয়ে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুর বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এ ছাড়া, পুরসভার ত্রিপল দুর্নীতি-সহ একাধিক অভিযোগে থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়। যদিও এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি সৌমেন্দু। গত ১১ অগস্ট কলকাতা হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয়। জানানো হয়, গ্রেফতার করা যাবে না তাঁকে। এর মধ্যেও বেশ কয়েক বার কাঁথি থানায় তলব করা হয় সৌমেন্দুকে। আবার তিনি হাই কোর্টের দ্বারস্থ হন।গত ২৯ সেপ্টেম্বর হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষাকবচ দেয় তাঁকে। আদালত জানায়, সৌমেন্দুকে গ্রেফতার করা যাবে না। তবে সংশ্লিষ্ট মামলার তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে।
