Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

নন্দীগ্রামে প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলীর সমর্থনে দেওয়াল লেখন শুরু করলো বিজেপি সমর্থকেরা।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামে প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলীর সমর্থনে দেওয়াল লেখন শুরু করলো বিজেপি সমর্থকেরা।এই সমর্থকদের দাবী

পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হবেন অভিজিৎ গাঙ্গুলী।যদিও বিজেপি এখনও অফিসিয়ালী তমলুকে প্রার্থীকে হবে তা ঘোষণা করেনি । এরই মাঝে হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম লিখে প্রচার শুরু হয়ে গেল নন্দীগ্রাম এলাকায়।

এদিন নন্দীগ্রাম ২ ব্লকের একাধিক জায়গায় অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপির প্রার্থী হিসেবে উল্লেখ করে দেওয়াল লিখন শুরু করে দিলেন বিজেপির নীচু তলার কর্মীরা। তাঁদের দাবী, অভিজিৎ গাঙ্গুলি এই কেন্দ্র থেকেই প্রার্থী হবেন তা একপ্রকার নিশ্চিত। দলের ওপর তলার বার্তা পেয়েই দেওয়াল লিখন শুরু করে দেওয়া হয়েছে।

বিজেপি কর্মী স্বপন কুমার মন্ডলের দাবী, “চাকরীপ্রার্থীদের বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়া অভিজিৎ গানুলি আমাদের তমলুক লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবেন বলে আমরা একপ্রকার নিশ্চিত রয়েছি। আগামী দু’চার দিনের মধ্যেই এই মর্মে ঘোষণা হয়ে যাবে। তাই আমরা সময় নষ্ট না করেই দ্রুত দেওয়াল লিখন শুরু করে দিয়েছি”।

স্থানীয় আর এক বিজেপি কর্মী শ্যামকিংকর জানা জানান, “আমরা সোশ্যাল মিডিয়া সহ নানান মাধ্যমে দেখতে পাচ্ছি অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন। আমরা সেই কারনেই তাঁর নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছি”।

নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাদ পালের দাবী, “এলাকার মানুষের দাবী অভিজিৎ গাঙ্গুলি এই এলাকায় প্রার্থী হিসেবে আসুন। তাই তাঁর নামে আমরা আগাম দেওয়াল লিখন শুরু করে দিয়েছি”। তবে তাঁর মতে, “দলীয় ভাবে এই এলাকায় প্রার্থী হিসেবে কারও নাম এখনও জানানো হয়নি। স্থানীয় কর্মীরা আবেগপ্রবণ হয়েই তাঁর নাম দেওয়ালে লিখেছেন”।

Related News