লোকসভা নির্বাচনের পরে নন্দীগ্রামে সন্ত্রাস করতে টাকাপুরায় গত বৃহস্পতিবার বিজেপি কর্মী গোকুল বেরার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণে গুরুতর জখম হয় তিনজন ।এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তৃণমূলের দাবি, বোমা বাঁধার সময়ই বিষ্ফোরণ ঘটে।
আহতরা হলেন গোকুল বেরা,শুভাশিস গায়েন ও তপন ঢালি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম ২ ব্লকের টাকাপুরা এলাকায় গোকুল বেরার ছোট একটি মাটির বাড়িতে ১৫-২০ জন বোমা বাঁধছিল।আচমকাই কয়েকটি বোমা ফেটে যায়। এরপর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আহত তিন জনকে দ্রুত এলাকা থেকে বের করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
তৃণমূলের অভিযোগ, এলাকায়, অশান্তি পাকানোর জন্য বিজেপির লোকেরা বোমা বানাচ্ছিল। অভিযোগ অস্বীকার করে পালটা বিজেপির দাবি,, তৃনমূলের লোকেরা জোর করে বিজেপির বাড়িতে বোমা মজুত করে বিস্ফোরণ ঘটিয়ে বিজেপির নামে বদনাম করার চেষ্টা করছে।
