পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়া বেসরকারি অতিথি সালার সভাকক্ষে আপনজন ফাউন্ডেশন এর উদ্যোগে এস আর এম বি সৃজন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এলাকার দু:স্থ দিব্যাঙ্গ মানুষজনদের পথসাথী (ট্রাই সাইকেল হুইলচেয়ার) দেওয়া হল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আর এম বি সি এস আর হেড রঘু মনি চ্যাটার্জী ও এস আর এম বি র ডিলার,ডিস্ট্রিবিউটরগন,অশোক কুমার বর্মন,সুব্রত মাইতি, বিশিষ্ট নাট্যকার ধীরেন্দ্রনাথ প্রধান প্রমুখ।
এসআরএমবি সিএসআর হেড রঘুমনি চ্যাটার্জি এই সভায় দিব্যাঙ্গদের প্রতি আপ্লুত হয়ে এদের কর্মসংস্থানের জন্য ভোকেশনাল ট্রেনিং ইউনিট চালু করার প্রস্তাবনা দেন।
উপস্থিত দিব্যংঙ্গদের ট্রাই সাইকেল ও হুইলচেয়ার প্রদানের পরে আপনজন ফাউন্ডেশন এর সম্পাদক গৌতম সামাই ও চেয়ারম্যান সুরজিৎ পাল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে।

Post Views: 11