বাবার শেষকৃত্য সম্পন্ন করার জন্য ৬ ঘণ্টার জন্য পেরোলে মুক্তি পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির পূর্ব ভাঙ্গনমারির বাসিন্দা সমরশংকর মন্ডল। অভিযোগ সমর শঙ্কর মন্ডল ভাঙ্গনমারির বিস্ফোরণকান্ডের অভিযোগে এনআইএ গ্রেফতার করে রেখেছে। গতকাল বৃহস্পতিবার তার বাবা প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান মলয় মন্ডল প্রয়াত হন।মলয় বাবুর একমাত্র পুত্র সমরশংকর মন্ডল। তিনি এই বিস্ফোরণের অভিযোগে এনআইএ তাকে বন্দী করে রেখেছে।
আজ শুক্রবার তার বাবার শেষকৃত্য সম্পন্ন করার আবেদন জানালে এন আই এ তাকে ৬ ঘন্টার পেরলে মুক্তি দিয়েছে।শুক্রবার সন্ধ্যায় তিনি তার বাবার শেষকৃত্য সম্পন্ন করেন। মলয় বাবুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে তার বাড়িতে উপস্থিত হন বিশিষ্ট সমাজ সেবী ও শিক্ষক সমুদ্ব্ভব দাস সহ এলাকার বহু বিশিষ্ট মানুষজন। তিনি রাজনীতিগতভাবে তৃণমূল নেতা ছিলেন। মৃত্যুকালে রেখে গেছেন প্রাক্তন শিক্ষিকা স্ত্রী, এক পুত্র, পুত্রবধূ, দুই কন্যা ও জামাতা, নাতি নাতনি ও গুণমুগ্ধ মানুষজন। মলয় বাবু রামনগর ১ ব্লকের বোধড়া পন্থেশ্বরী হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তার প্রাণের সংবাদ পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ স্মরণ সভা করে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেন।