Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

দায়িত্বভার গ্রহণ করলেন নতুন জেলা শাসক তনবীর আফজল।

পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা শাসক তনবীর আফজল দায়িত্বভার গ্রহণ করলেন । তাঁকে স্বাগত জানালেন বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী।উল্লেখ্য রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজীকে বারে বারে শাসক দল তৃনমুলের হয়ে কাজ করার অভিযোগে করেছিলেন। এখন দেখার বিষয় নতুন জেলাশাসক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় কেমন কাজ করে।


পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তনবীর আফজল। শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে আসেন নূতন জেলাশাসক তানবীর আবজল। তাকে স্বাগত জানান বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দিব্যা মুরুকেশন, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শ্বেতা আগারওয়াল, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব অনির্বাণ কোলে। বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান নতুন জেলা শাসক কে, পাশাপাশি অতিরিক্ত জেলাশাসকরা পুষ্প স্তবক দিয়ে নূতন জেলাশাসক তানভীর আফজলকে স্বাগত জানান।

Related News