Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

ট্যাংকার ভর্তি অবৈধ রাসায়নিক আটক

গোপনে খবর পেয়ে দুটি ট্যাংকার ভর্তি অবৈধ রাসায়নিক আটক করল নন্দকুমার থানার পুলিশ। এই দুটি ট্যাঙ্কারে প্রায় ৩৫ হাজার লিটার অবৈধ রাসায়নিক ছিল। পাশাপাশি চারটি মোটর চালিত পাম্প, ১২ টি প্লাস্টিক তেলের ড্রাম উদ্ধার করেছে। অভিযোগ এই ট্যাংকার গুলি লুকিয়ে রাখা ছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে গন্তব্যে চলে যাওয়ার আগেই পুলিশ ধরে ফেলে এই ট্যাংকারগুলি কে। পুলিশ তদন্ত করে দেখছে এই ট্যাংকার গুলি কোথা থেকে এসেছিল এবং কোথায় যাচ্ছিল।

Related News