মামার বাড়িতে এসে পুকুরে পড়ে মৃত্যু হল তিন বছর বয়সী শিশু। মারা গেছে পটাশপুর থানর কাটরঙ্কা গ্রামে সুপ্রতিম বেরা। খেলতে খেলতে বাড়ির পেছনে থাকা পুকুরে সবার অলক্ষে পড়ে যায়।
শিশুর খুঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে পুকুরে দেখা যায় শিশুকে ভাসতে । তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে।
Post Views: 14