Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। দোকানের ভেতর থেকে দেহ উদ্ধার ।।

প্রদীপ কুমার সিংহ :- দোকানের ভেতর থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করল পুলিশ। মৃত ব্যক্তির নাম মোঃ নাজির শেখ (৪৬)। বাড়ি বিহার রাজ্যের মোজাফফরপুর এলাকায়।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর চরণ ইটভাটার কাছে।

পরিবারের সূত্রে খবর নাজির শেখ চরণের কাছে একটি দোকান ভাড়া নিয়েছিল। সেই দোকানে টায়ার রিপিয়ারিং এ কাজ করতো। সেই দোকান মঙ্গলবার সন্ধ্যায় বন্ধ করার পর বুধবার সারাদিন ওই দোকান আর খোলেনি, বৃহস্পতিবার সকালে এগারোটা পর্যন্ত ওই দোকান ভেতর থেকে চাবি বন্ধ থাকায় আশেপাশে দোকানদারের সন্দেহ হয়। তারা ওই দোকানের মালিককে খবর দেয় মালিক ডুপ্লিকেট চাবি নিয়ে এসে ওই দোকানের শাটার খোলে। দোকানে ভেতরে একটা খাটের উপর নাজির শোয়া অবস্থায় আছে


তাতা সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দিলে বারইপুর থানা পুলিশ গিয়ে নাজির কে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে হাসপাতালে চিকিৎসা নাজির কি থেকে মৃত বলে ঘোষণা করে। যদিও নাজিরের বাড়ির লোক সাংবাদিককে জানান সম্ভবত তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর যতক্ষণ না এই দেহ ময়না তদন্তে করা যাচ্ছে ততক্ষণ কিছু বলা যাবে না নাজিরে মৃত্যুর কারণ। বারুইপুর থানা পুলিশ নাজিরের রিপোর্ট ডিউটি ময়না তদন্তের জন্য পাঠায়।

Related News