Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা

অন্ধত্বের প্রতিবন্ধকতাকে জয় করে মানুষ গড়ার কারিগরে ব্রতী হওয়া শিক্ষক সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে সভাকক্ষে।

এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা ও রাজ্য সম্মেলন এর উদ্বোধন করলেন। বক্তব্যে তিনি বলেন অন্ধত্বের প্রতিবন্ধকতাকে জয় করে মানুষ গড়ার কাজে ব্রতী হয়েছেন বোলেই সকলকে কুর্নিশ জানান।তিনি বলেন এই শিক্ষকদের কর্মক্ষেত্রে বা জীবন যাপনের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা গুলো আছে সেগুলি বিধানসভায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণের জন্য উত্থাপন করবেন। এই প্রতিবন্ধকতা গুলোকে দূর করার জন্য মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন। সর্বোপরি পাশে থাকার আশ্বাস দেন।

উপস্থিত ছিলেন শিক্ষক সন্দীপন সিনহা,শ্যামলী সিনহা, সংগঠনের সম্পাদক চিন্ময় মন্ডল, সভাপতি অধ্যাপক তাপস রায়,অভিজিৎ হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনের সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি তাপস রায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন লালটু পাল।

এই সভায় বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন পুলক রায় ও বিপদ তারন দাস। বার্ষিক সাধারণ সভা থেকে দাবি ওঠে বেসরকারি স্কুল কলেজে অন্ধ বা প্রতিবন্ধীদের নিয়োগের কোন চিন্তা ভাবনা নেই। অন্ধ বা প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্টভাবে বিভিন্ন ক্ষেত্রে রাজনীতি অথবা সামাজিক ক্ষেত্রে সংরক্ষণের দাবী করা হয়। সদস্যদের দাবি বিধানসভা বা লোকসভাতে এই ধরনের কোন ব্যবস্থা নেই। সংরক্ষণ থাকলে সব ক্ষেত্রে প্রতিবন্ধী বা অন্ধদের সমস্যা গুলো তুলে ধরা সম্ভব হবে। তা না হলে সমস্যা গুলো অন্ধকারই থেকে যাচ্ছে।

Related News

Also Read