খেজুরী বিধানসভার খেজুরী ১ব্লকের খেজুর ২ মন্ডলের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের বীরবন্দর অঞ্চল তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা বীরবন্দর অঞ্চলের ১০১ নং মোক্তব বুথের বুথ সভাপতি শেখ আবেদ আলী শনিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সভায় যোগদান করলেন।

উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ তৈমুর আলি, খেজুরি দুই মন্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ হানিফ, খেজুরি দুই মন্ডলের সংখ্যালঘু মোর্চার সদস্য শেখ জাকির প্রমুখ নেতৃত্ব।
খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক বিজেপির দলীয় পতাকা শেখ আবেদ আলীর হাতে ধরিয়ে দলের স্বাগত জানাল।
ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে শেখ আবেদ আলী বলেন তৃণমূলের সমস্ত পদ ত্যাগ করে বিজেপিতে যোগদান করলাম। তিনি আরো বলেন তার সঙ্গে ৬০ টি পরিবার রয়েছে তারাও পরবর্তীকালে যোগদান করবেন।

বিধায়ক শান্তনু প্রামানিক বলেন তৃণমূলের দুর্নীতি অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শেখ আবেদ আলী বিজেপিতে যোগদান করলেন। তাকে দলীয় নীতি মেনে বিজেপি দলের সদস্য হিসেবে গ্রহণ করা হলো। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে ব্যক্তিগত স্বার্থের জন্য আবেদ আলী যোগদান করেছেন। এর জন্য তৃণমূলের কোন ক্ষতি হবে না। এই যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
কাঁথি সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ তৈমুর আলী জানিয়েছেন তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে ভুল বুঝিয়ে এবং ধর্মীয় বিভাজন করে আটকে রেখেছিল





