বাড়ির গেটের তালা ভেঙ্গে ভয়াবহ চুরির ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাতে বাড়ির গ্রিলের তালা ভেঙে বাড়ি থেকে সোনার গহনা সহ পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের জিনিসপত্র নিয়ে পালায় চোরেরা।
সোমবার সকালে ঘটনাটি নজরে এলে চক্ষু চড়রক গাছ হয়ে যায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আতঙ্কের পরিবেশ ও সৃষ্টি হয় । জানা গেছে মুকুন্দপুর গ্রামের পরেশ বেজের বাড়িতে রবিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। সোমবার সকালে রামনগরথানায় অভিযোগ জানালে৷ পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নেমেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


Post Views: 24