Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কাঁথির মনোহরচকে মহিলাদের উদ্যোগে রক্তদান শিবির।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মনোহরচক রাসমঞ্চে কন্টাই ওমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই মহতীপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক ইভা মাইতি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়াড়ের কাউন্সিলর দেবাশীষ পাহাড়ী ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর রিনা দাস । উপস্থিত ৩০জন রক্তদাতা এবং কাঁথি হাসপাতালের ডাক্তারবাবু সহ সমস্ত স্বাস্থকর্মীকে ব্যাচ ও চন্দন পরিয়ে,মাটিরথালা ও মাটির প্রদীপে , উপহার সামগ্রী যোগে বরণ এবং সকলকে চারাগাছ প্রদান করা হয়।

এই অনুষ্ঠানটি ওমেনস সোসাইটির পক্ষে পরিচালনা করেন সভাপতি সাথী জানা,সহ সভাপতি শাশ্বতী নন্দ, সম্পাদিকা পাপিয়া বেরা প্রমুখ।

Related News

Also Read