প্রদীপ কুমার সিংহ
এপ্রিল মাস শেষ হতে যায় কিন্তু অত্যধিক তাপদাহে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূচনা দিচ্ছে কিছুদিনের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এই গরমে মানুষ কাজে বেরোতে হচ্ছে। নাজেহাল অবস্থা মানুষের শরীরে। সেই কথা মাথায় রেখে শনিবার দুপুরে বারুইপুর পুলিশ জেলার অধীনে বারুইপুর কাছারি বাজারের ট্রাফিক গার্ডের কর্মরত পুলিশকর্মীরা ঠান্ডা পানীয় জল (শরবত) নিয়ে এগিয়ে যাচ্ছে কত চলতি মানুষের কাছে। এমনই চিত্র দেখা গেল বারুইপুর মহকুমা হাসপাতালে কাছে উড়ালপুলের আগে ট্রাফিক বুথের সামনে। এই কর্মসূচিতে উম্মতের ছিলেন বারুইপুর কাছারি বাজারের ট্রাফিক গার্ডের ওসি গিয়াস উদ্দিন সহ আরো অন্যান্য ট্রাফিক গার্ডের আধিকারিকরা। এই তীব্র দাবদাহে মধ্যে ট্রাফিক গার্ডের কর্মরত পুলিশের এই ঠান্ডা জল শরবত দেয় পথ চলতি মানুষদের। এমনটি চার চাকার গাড়ির মোটরসাইকেল কুটি ছবিটি চালকদেরও এই ঠান্ডা পানীয় জল শরবত দেওয়া হয় কর্মরত ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এতে করে মানুষ খুবই খুশি হয়েছে।





