Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

কাঁথিতে সনাতনী দুই যুবক খুনে স্মরন সভা

সারা রাজ্যজুড়ে সনাতনীদের উপর আক্রমণ ও মুর্শিদাবাদের সামসেরগঞ্জ জাফরাবাদে জেহাদিদের দ্বারা আক্রমনে দুই সনাতনী খুনের প্রতিবাদে আন্দোলনে নামলো বিজেপি।উল্লেখ্য সম্প্রতী হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনা ঘটেছে।

 

বুধবার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার ডাকে “শ্রী শ্রী মা ভবতারিণী” মন্দিরের সামনে ‘হিন্দু শহীদ স্মরণ’ সভা অনুষ্ঠিত হলো।

 

এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী,কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি সোমনাথ রায়, জেলার সাধারণ সম্পাদক ড. চন্দ্র শেখর মন্ডল,খেজুরীর বিধায়ক শান্তনু প্রামাণিক, কাঁথি পৌরসভার কাউন্সিলার তাপস দলাই সহ জেলার ও কাঁথি নগর মণ্ডলের নেতৃত্বরা।

Related News

Also Read