আজ শুক্রবার জেলা কংগ্রেসে কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মানস করমহাপাত্রের উপস্থিতিতে তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতি সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা নির্বাচনী কমিটির চেয়ারম্যান মহাদেব সেনগুপ্ত, বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক তাপস কুমার মাইতি, সাধারণ সম্পাদক বিকাশ প্রামাণিক , তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত জেলা কংগ্রেসের কর্মকর্তা, মহকুমা ও ব্লক কংগ্রেসের সভাপতিগন।
সভায় স্থির হয় – তমলুক লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী সায়ন ব্যানার্জীকে বিজয়ী করার লক্ষ্যে কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ বামফ্রন্টের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
বামফ্রন্টের সঙ্গে সমন্বয় রাখতে মহাদেব সেনগুপ্ত, প্রদীপ চৌধুরী, তাপস কুমার মাইতি ও জয়ন্ত চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়।

Post Views: 30