Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। মাথায় হেলমেট যুক্ত চালকদের মিস্টি বিতরন পুলিশের ।।

বাইক ও গাড়িচালকদের পথনিরাপত্তা নিয়ে সচেতন করতে হলদিয়া দুর্গা চক ক্ষুদিরাম স্কোয়ারে রসগোল্লা বিতরণ করল ট্রাফিক পুলিস। নিয়ম মেনে মাথায় হেলমেট পরা বাইক চালক এবং গাড়ি চালানোর সময় যারা সিটবেল্ট ঠিক মতো বেঁধেছেন, এমন চালকদের গাড়ি থামিয়ে মাটির হাঁড়িতে করে রসগোল্লা বিতরণ করা হয়।



হলদিয়া ট্রাফিক পুলিসের ওসি সুরজিৎ চক্রবর্তীর নেতৃত্বে দুপুরে কয়েক ঘণ্টা ধরে চলা এই অভিনব সচেতনতা কর্মসূচীতে রীতিমতো চমকে যান গাড়ি বা বাইক চালকরা। এর আগে হলদিয়া ট্রাফিক পুলিসের উদ্যোগে হেলমেটহীন চালকদের গাঁদা ফুলের মালা পরিয়ে সতর্ক করা হয়।

তার এক সপ্তাহের মধ্যেই ভোলবদল।প্রায় সকলেই এখন‌ হেলমেট ব্যবহার করা শুরু করেছে।এর ফলে পথ দুর্ঘটনা চালক এবং আরোহীদের অনেকটাই কম ক্ষতি হবে আশা করছে ট্রাফিক পুলিশ।কিন্তু শিল্পশহরে গাড়ির বেপরোয়া গতি কিছুতেই কমছে না বলে সরব হয়েছেন শহরবাসী।

Related News

Also Read