পোশাক পরলে রংবাহারি
লাগবে যে বেশ দর্শনধারী I
সবুজ ধূসরে মিলিটারি,
খাকি পোশাকে পুলিশগিরি |
কোট টাইতে জেন্টলম্যান,
লুঙি গেঞ্জিতে চালাও ভ্যান |
কারখানায় কাজ স্কুলে জ্ঞান,
ইউনিফর্মে নজর দেন |
ওকালতিতে কালো কোট,
সাদা পোশাক পেতে ভোট,
গেঞ্জি হাফ প্যান্টে মাঠে ছোট্
উলের পোশাক কাঁপলে ঠোঁট |
লম্বা দেখাতে উঁচু হিল,
পাতলা পোশাক বিঁধতে দিল্ |
বলাবলিতে পাবে কিল,
ঘুচবে শান্তি অনাবিল |
লালপেড়ে সাদা শাড়িতে
মায়ের মত দেখতে লাগে,
পাতলা ও খাটো পোশাকে
সেই নারীতেই কামনা জাগে |
পোশাকেরও তাই আছে গুরুত্ব
মনের দোষ সদাই নয়,
পোশাক আশাকে রাশ টানাটা
অবশ্যই কাজের হয় |
Post Views: 18