Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

খণ্ডরুই মিলন সংঘ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত হয়েছে এই পৌষপার্বণ উৎসব।

উৎসবের মাধ্যমে এই এলাকায় শিক্ষা, সংস্কৃতি ও কৃষককে উজ্জীবিত করেছে মেলা কমিটি। মুখ্যমন্ত্রী মানুষের কাছে আবেদন করেছেন যে, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। এই মেলা কমিটি তা ট্যাবলোর মাধ্যমে করে দেখিয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার তৃতীয় বর্ষের খণ্ডরুই পৌষপার্বণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থেকে এমনটাই মন্তব্য করেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে এই মেলা কমিটি। এখানে সংস্কৃতি বিষয়ে চর্চা হবে। এই এলাকা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য এই মেলা খুবই গুরুত্বপূর্ণ। সর্ব-ধর্ম-সমন্বয় রেখে এই মেলা চলছে। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে খণ্ডরুই মিলন সংঘ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত হয়েছে এই পৌষপার্বণ উৎসব। আট দিন ধরে চলবে এই মেলা। রয়েছে শতাধিক সরকারি ও বেসরকারি স্টল। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ে রয়েছে প্রদর্শনী।

সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক পবিত্র সরকার, দাঁতন ২ নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব, দাঁতন ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা মূর্মূ, ব্লক স্বাস্থ্য আধিকারিক নীলয় কুমার দাস, ব্লকের কর্মাধ্যক্ষ শেখ ইফতেকার আলি, আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা সন্দীপ মাইতি, আয়োজক সংস্থার সভাপতি সুব্রত সামন্ত ও সম্পাদক দেবকিংকর পন্ডা প্রমুখ।

Related News