শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন ছোটখাটো উত্তেজনার খবর আসছিলো,তখন শান্ত ভাবেই ভোট গ্রহন হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর অঞ্চলের রাধা কৃষ্ণপুর ২০৩ নং বুথে।তবে বিপত্তি বাধে রাত্রে।
গভীর রাতে ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় পুলিশ কর্মী এবং ভোট কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।বহিরাগত দুষ্কৃতীরা এসে চড়াও হয়। পুলিশ ও ভোট কর্মীদের থেকে ব্যালট বাক্স ছাড়িয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময়ে ব্যালট বাক্স
পড়ে যায় রাস্তার পাশে পুকুরে। এই ঘটনায় আক্রান্ত হয় ৩জন ভোট কর্মী এবং ১জন পুলিশ কর্মী।
রবিবার সকালে পুলিশ এসে ব্যালট বক্স পুকুর থেকে তুলে নিয়ে যায়। এলাকাবাসীদের
অভিযোগ যে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি , আমরা পুনরায় ভোট চাই। যদিও তৃণমূল অভিযোগ করেন আইএসএফ বহিরাগত দুষ্কৃতী এনে এলাকা উত্ত্যক্ত করে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে।অপরদিকে এলাকাবাসীর অভিযোগ যে রাতের অন্ধকারে
বাইরে থেকে শাসক দলের দুষ্কৃতীরা এসে মারধর করে ,আমরা গোটা গ্রামবাসীরা এসে প্রতিরো গড়ে তুলি। পরে দেখতে পাই যে কে বা কারা ব্যালট বক্স পুকুরে ফেলে দেয়।