বেসরকারী অর্থ লগ্নী সংস্থা সারদার বহুতল বিল্ডিং অনুমোদনের এর ফাইল কাঁথি পৌরসভা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে দিলীপ চুয়ানকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিলো পুলিশ।
কাঁথি পৌরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলিপ চুয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন পৌরপ্রধান সৌম্যেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ট বলে অভিযোগ।তবে শুধু সৌম্যেন্দু নয়,দিলিপ চুয়ান অধিকারীদের বাকী সদস্য শিশির অধিকারী-শুভেন্দু অধিকারী-দিব্যেন্দু অধিকারীরও আস্থা ভাজন বলে কাঁথির বাসিন্দারা দাবি করেন ।
কয়েক দশক ধরে অধিকারী পরিবারের ঘনিষ্ট ছিল কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার দিলিপ চুয়ান।বেশ কিছুদিন ধরেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। এরপর পুরসভা থেকে ইঞ্জিনিয়ারকে বদলি করে দেওয়া হয়।তবে কিছুদিনবাগেই পুরসভা পথবাতি প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে পৌরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলিপ চুয়ানকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। কাঁথি থানার পুলিশ হেফাজতের পর এই মামলাতে জেল হেফাজতের নির্দেশ দেন কাঁথি আদালতের বিচারক। জেল হেফাজতের পর পুনরায় সারদার নথি ফাইল গায়ের অভিযোগে দিলিপ চুয়ানকে হেফাজতে নিলো পুলিশ।
সম্প্রতি সারদা নথি গায়েব হয়ে যাওয়ায় কাঁথি থানায় মামলা রুজু করেন বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না। অভিযোগ পাওয়ার পরেই সারদা নথি গায়েব হয়ে যাওয়ায় মামলায় তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ।
এরপরেই সারদার নথি চুরি ও পাচার করে দেওয়ার অভিযোগে অধিকারী পরিবারের ঘনিষ্ট পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলিপ চুয়ানকে পুনরায় হেফাজতে নিল কাঁথি থানার পুলিশ। বৃহস্পতিবার কাঁথি পুনরায় হেফাজতে চেয়ে আপিল করে কাঁথি থানার পুলিশ আধিকারিক। কাঁথি আদালতের বিচারক তদন্তের স্বার্থে অধিকারী ঘনিষ্ঠ পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে ৪ নিজেদের হেফাজতে নেয় কাঁথি থানার পুলিশ।