পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের বাল্যগোবিন্দপুর জ্ঞানকর্ম বিদ্যাপীঠ মাঠে মিতালী সংঘ আয়োজিত লক্ষীপূজা ও তিন দিনের অনুষ্ঠানের সমাপ্তি হলো শুক্রবার। এদিন ৪৪ তম বর্ষের এই লক্ষী পূজার নরনারায়ন সেবা ও দুস্থদের বস্ত্র উপহার দেওয়া হল। অনুষ্ঠানে বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সম্পাদক একালের দানবীর আশীষ ধাওয়া উপস্থিত থেকে এলাকার ৫০ দুস্থ্য মহিলাকে নতুন বস্ত্র উপহার তুলে দিয়ে সম্মানিত করেন। আয়োজকদের হাতে আর্থিক সহায়তার টাকার চেক তুলে দেন। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি প্রবীর সামন্ত ।রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তিন দিনের অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক তথা মথুরা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অমিত মন্ডল। আশীষ বাবু তার বক্তব্যে ধন ও সম্পদের দেবী লক্ষ্মীর জন্মের পৌরাণিক ইতিহাস তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন। এদিন প্রায় দশ হাজার মানুষকে অন্ন ভোগ খাওয়ানো হয়।





