কাঁথি শহরের তেল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঁথি শহরের মেচেদা বাইপাসে দুপুর আড়াইটা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গেছে মদ্যপ অবস্থায় টলতে টলতে মেচেদা বাইপাসের মোড়ে রাস্তা পারাপার হচ্ছিল আঠিলাগড়ির বাসিন্দা নান্টু গিরি (৪০)।মোড়ে তেল ট্যাংকার খুব ধীরগতিতে এলেও তার পেছনে সজোরে ধাক্কা মারে নান্টু।
ছিটকে পড়ে জখম হলে স্থানীয়রা তাকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ দেখালে যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাফিক কন্ট্রল বিভাগের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Post Views: 77





