Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক চালকের।

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক চালকের। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রি ১১ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এগরা রাজ্য সড়কের  রামনগর -২ ব্লকের দেপাল পঞ্চায়েতের দেপালহাট ও বিবেকানন্দ  বিদ্যালয়ের মাঝামাঝি জায়গায়। সোমবার রাত্রি ১১ টার দিকে বিকট শব্দ হলে স্থানীয় মানুষজন বেরিয়ে দেখে  দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা।একজন বাইক চালক গুরুতর জখম অবস্থায় রাস্তার উপরে পড়ে আছে। অপর এক বাইক চাল প্রায় ৫০ ফুটের মতো দূরত্বে গুরুতর জখম অবস্থায় পড়ে আছে ।

স্থানীয় মানুষ জন তাদের উদ্ধার করে পানিপারুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।  প্রত্যক্ষদর্শীদের মধ্যে দিলবার আলী শাহা জানিয়েছেন  হঠাৎ একটি জোরালো শব্দ শোনা গেল, তারপর ছুটে এসে দেখেন একটি বাইক চালক রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়েছে এবং আরেকটি বাইক সেখান থেকে প্রায় ৫০ ফুট দূরে  বাইক চালক পড়েছে এবং দুটি বাইক ভাঙাচোরা অবস্থায় রাস্তার উপর পড়ে আছে। স্থানীয়দের অনুমান  দুটি বাইক চালকের ঘটনার স্থলে মৃত্যু হয়। একটি বাইক হিরো স্প্লেন্ডার অপরটি হোন্ডা ব্লেড । স্থানীয় লোক এবং স্থানীয় এলাকার একজন সিভিক পুলিশ দ্রুত স্থানীয় হসপিটাল পানিপারুলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন। দুটো বাইকের সংঘর্ষের ফলে দুর্ঘটনা গ্রস্থ এলাককে স্থানীয় এলাকাবাসী রাস্তা বন্ধ করেন এবং রামনগর থানায় খবর দিলে ঘটনাস্থলেই এসে পৌঁছায়  রামনগর থানার পুলিশ। এলে স্থানীয় এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এবং বলেন বেরিগেট এবং স্পীড ব্রেকার বসানোর দাবি  করেন এলাকাবাসীরা। রামনগর থানার পুলিশ এসে  পরিস্থিতি সামাল দেন এবং গাড়ি চলাচল স্বাভাবিক করে । পুলিশ সূত্রে জানা যায় মৃত এক বাইক চালকের নাম মানিক গিরি বয়স ৪৫ বছর বাড়ি কসাফলতল্যা অপর মৃত  বাইক চালকের নাম রাজেশ সাহা বাড়ির মানিকাবসান। রামনগর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বারে বারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা করা সত্ত্বেও বাইক দুর্ঘটনার পরিমাণ কমছে না সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। সবাইকে সতর্ক করাৃ হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ মেনে চলুন নিজের জীবন বাঁচান।

Related News

Also Read