Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

অঙ্গন বেলঘরিয়ার নতুন নাটক”মৌনবাঁশরী “।

ইন্দ্রজিৎ আইচ :- পৌরাণিক কাহিনী আমাদের সভ্যতা, সংস্কৃতি ও গণতন্ত্র কে সমৃদ্ধ করে আসছে সুদীর্ঘকাল
থেকে। সেই রকম একটি প্রেমের
পৌরাণিক কাহিনী নিয়ে অঙ্গন বেলঘরিয়া নাট্য দল ১ঘণ্টা ৪০ মিনিটের একটি নতুন নাটক মঞ্চস্থ করতে চলেছে আগামী ২৬ এ আগষ্ট বরানগর রবীন্দ্র ভবনে সন্ধ্যা ৬’৩০ তে।

এই নাটক গ্রীক পৌরণিক কাহিনীর একটি মহান ট্র্যাজিক প্রেমের গল্প। সঙ্গীতশিল্পী অর্ফিউস এবং তার স্ত্রী ইঊরিদিসের গল্পে প্রেম, মৃত্যু, কবিতা এবং জীবন দর্শনের আলেখ্য রয়েছে এই নাটকে।
জাতপাত বর্ণবিদদেষের বেড়াজালে বিপন্ন ভালোবাসার বিরুদ্ধে
অঙ্গন বেলঘরিয়া র প্রযোজনা মৌন বাঁশরী। এই নাটকের রচয়িতা হলেন সঞ্জয় চট্টোপাধ্যায়। অভি সেনগুপ্ত নির্দেশিত এই নাটকের আলোক ভাবনা সৌমেন চক্রবর্তী, আবহ ভাবনা তপন বিশ্বাস, মঞ্চ দেবব্রত মাইতি, মঞ্চ নির্মাণ মদন হালদার, রূপসজ্জা অলোক দেবনাথ, নৃত্য পরিকল্পনা মীনাক্ষী মুখোপাধ্যায়,
গানের সুর সুরজিৎ, পোশাক দেবব্রত দাস, অঙ্গ সঞ্চালনা ও
পাপেট সমিত দাস, প্রযোজনা নিয়ন্ত্রণ বেবি সেনগুপ্ত এবং সঞ্জয় মুখোপাধ্যায়।

সব মিলিয়ে
জাতপাত বর্ণবিদ্বেষের বেড়াজালে বিপন্ন ভালোবাসার বিরুদ্ধে আগামী ২৬ এ আগষ্ট শনিবার বরানগর রবীন্দ্র ভবনে সন্ধ্যা ৬’৩০ এ মঞ্চস্থ হতে চলেছে নির্দেশক অভি সেনগুপ্ত র পরিচালনায় অঙ্গন বেলঘরিয়া র নতুন নাটক ” মৌনবাঁশরী “।

Related News

Also Read