Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। মেচেদায় স্বাস্থ্য সেমিনার ও রক্তদান শিবির ।।

ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্দোগে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় আজ মেচেদাস্থিত ট্রাস্টভবনে ৪১তম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে সমাপ্তি দিবসে রক্তদান শিবির, স্বাস্থ্য সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ অশোক সামন্ত, ট্রাষ্ট্রের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া, সম্পাদক তপন ভৌমিক প্রমূখ। শিবিরে ৭ জন মহিলা সহ ৪২ জন রক্তদান করেন।


অ্যাডিনো ভাইরাসজনিত রোগ ও শিশু মৃত্যু, আধুনিক দন্ত চিকিৎসা বিষয়ক মহতী স্বাস্থ্য সেমিনার হয়। সেমিনারে বক্তব্য রাখেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ভবানী শংকর দাস,মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ পি.জি.মহাপাত্র,চিকিৎসাকেন্দ্রের সি.সি.ইউ.ইনচার্জ ডাঃ মেহেতাব আলি,দন্ত বিশেষজ্ঞ ডাঃ রিজাবুল হোসেন মল্লিক প্রমুখ।

সেমিনার শেষে চিকিৎসাকেন্দ্রের কর্মীবৃন্দের দ্বারা গান-আবৃত্তি-নাটক সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related News

Also Read