Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। ডিস টিভি নিয়ে এলো ওয়াচো ওটিটি প্ল্যান ।।

ইন্দ্রজিৎ আইচ :- এখন থেকে আপনিও পেয়ে যাবেন মাত্র ২৫৩ টাকা ও টেক্স দিয়ে প্রতি মাসে ১১টি অ্যাপ এ নানা ধরনের বিনোদন মূলক অনুষ্ঠান দেখার সুযোগ।

আজ ললিত গ্রেটিস্টান হোটেলে এক সাংবাদিক সম্মেলনে ডিস টিভি ওয়াচো ও টি টি প্ল্যান লঞ্চ করলো। ডি টু এইচ ডিস টিভি ইন্ডিয়া র কর্পোরেট মার্কেটিং হেড সৌগত বন্ধপাধ্যায় বলেন
আমরা আমাদের দর্শকদের জন্যে সব সময় নতুন অফার দিয়ে থাকি।



নিউজ থেকে খেলা ও টি টি যত গুলো প্লাট ফর্ম আছে বা বিনোদন মূলক যা আছে সব এক করে একটা সস্তার প্যাকেজ এর মধ্যে আনতে চেষ্টা করেছি এবার।এই অফার টার নাম দিয়েছি আমরা ” ওয়ান হেয় তো দোনে
হেয়”।



এখন যে কোনো জায়গা থেকে আপনি আপনার স্মার্ট ফোনে অথবা স্মার্ট টিভি তে ওয়াচো ও টি টি তে গিয়ে প্রতি মাসে ২৫৩ টাকা ও ট্যাক্স দিয়ে ডিস টিভিতে ১১টি অ্যাপ দেখতে পারবেন। ডিজনী, হট স্টার, জি ফাইভ, সনি লিভ, লিয়নস গেট প্লে, হাঙ্গামা প্লে, হৈ চৈ, ক্লিক, ই পিক অন, চউ পল, ওহ গুজরাটি
এই ১১টি অ্যাপ দেখতে পারবেন।

এই অ্যাপ গুলো আজ উদ্বোধন করেন রিয়েলিটির জনপ্রিয় ঘোষক , অভিনেতা, গায়ক ” মির “। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন
ডিস টিভির গ্রুপ সিইও অনিল দুয়া, জোনাল বিজনেস হেড জিতেন্দ্র পান্ডে ও বিজনেস মার্কেটিং এর প্লান্যার বিরাজ ভদ্র।

Related News

Also Read