আজ কেমন যাবে আপনার - Ekhansangbad

Select Language

[gtranslate]
৬ই শ্রাবণ, ১৪৩২ সোমবার ( ২১শে জুলাই, ২০২৫ )
মেষ রাশি ব্যবসায় অশান্তি বাধার আশঙ্কা। বুকের সমস্যা বৃদ্ধি। বৃষ রাশি বুদ্ধির ভুলে কোনও ক্ষতি হতে পারে, একটু সাবধান থাকা দরকার। মিথুন রাশি প্রেমের ব্যাপারে অবসাদগ্রস্ত হতে পারেন। ব্যবসায় লাভ বৃদ্ধি, তবে খরচও বাড়বে। কর্কট রাশি কোনও সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান। নতুন কাজের প্রতি  আগ্রহ বৃদ্ধি পাবে। সিংহ রাশি দিনটি ভাল-মন্দ মিশিয়ে কাটবে। বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা কন্যা রাশি পুরনো রোগ থেকে মুক্তিলাভ। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। তুলা রাশি শিক্ষাগত যোগ্যতার কারণে ভাল কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে। বৃশ্চিক রাশি সন্দেহজনক কোনও ব্যক্তির পাল্লায় পড়ে অর্থক্ষতি। মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন। ধনু রাশি সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। কর্মস্থানে গুপ্তশত্রু হতে পারে। মকর রাশি অন্যের জিনিসের প্রতি লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন। সংসারে মনঃকষ্ট। কুম্ভ রাশি বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে। মীন রাশি কর্মক্ষেত্রে বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে। প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয়।

আজ কেমন যাবে আপনার

মেষ রাশি

 

ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে।

 

বৃষ রাশি

 

সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে।

 

মিথুন রাশি

 

সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদ হওয়ায় মানসিক চাপ বাড়তে পারে। কোনও আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে।

 

কর্কট রাশি

 

বিদেশযাত্রার জন্য আলোচনার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে।

 

সিংহ রাশি

 

অভিনেতাদের জন্য ভাল সুযোগ আসতে পারে। প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত।

 

কন্যা রাশি

 

সারা দিন কোনও ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন।

 

তুলা রাশি

 

বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।

 

বৃশ্চিক রাশি

 

মানসিক কষ্ট বাড়তে পারে। কোনও ভাল জিনিস নষ্ট হওয়ার যোগ।

 

ধনু রাশি

 

অপরকে সুখী করতে গিয়ে স্বার্থত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।

 

মকর রাশি

 

কোনও নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হতে পারেন। ধর্ম বিষয়ক আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে।

 

কুম্ভ রাশি

 

সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে।

 

মীন রাশি

 

সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন।

Related News

Also Read

01:21