অরণ্য সপ্তাহের ২য় দিনে খেজুরীর মিত্রচক গ্রামের মাননীয়া শিক্ষিকা তনুশ্রী কর জানার বাড়িতে সুন্দর প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হলো একান্ত পরিবার কেন্দ্রিক বৈকালিক ঘরোয়া মাসিক সাহিত্য আড্ডা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক কিংকরপদ জানা ৷ উপস্থিত ছিলেন দৈনিক মেঠোপথ পত্রিকার সম্পাদক শিক্ষক কবি বিষ্ণুপদ জানা, সমরেশ সুবোধ পড়িয়া, উত্তম কুমার গুড়িয়া, মিহির বরণ পান্ডে, কৃষকরত্ন জলধর নায়ক, মধুসূদন জানা, বৃন্দাবন দাস অধিকারী, বিশ্বনাথ মালিক, সুভাষ ঘোড়ই, প্রদীপ শাসমল, মহামায়া গোল, রক্ষিত পাত্র, হস্তশিল্পী কমলিনী জানা, অশোককুমার আদক, তিতিক্ষা জানা, ত্র্যক্ষরা জানা প্রমুখ ছোট বড় বিশিষ্টজনেরা৷
সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত পরিবেশন ও বক্তব্যে আজকের অরণ্য সপ্তাহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন সকলে৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে ত্র্যক্ষরা জানা৷
এই সাহিত্য আড্ডায় তনুশ্রী কর জানাকে বৃক্ষমিত্রা সম্মান প্রদান করা হয়৷ কমলিনীদেবী সাধারণ লতাপাতা ফুল দিয়ে একটি অপূর্ব পুষ্পস্তবক তৈরী করে এনেছিলেন৷ সাহিত্যানুরাগী উত্তমকুমার গুড়িয়া মহোদয় নিজ হস্তে সুদৃশ্য স্মারক, ব্যাজ ও রাখী তৈরী করেছিলেন৷ চারাগাছ, উত্তরীয়, স্মারক, ব্যাজ, রাখী ও পুষ্পস্তবক প্রদান করে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তনুশ্রীদেবীকে৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যাজিসিয়ান মধুসূদন জানা৷
সভাপতি কিংকরপদ জানা ও পত্রিকা সম্পাদক ড. বিষ্ণুপদ জানা বৃক্ষরোপণে উৎসাহিত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

