Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

তৃনমূল নেতার জমি দখলের চেষ্টা ব্যার্থ করলো সংবাদ মাধ্যম।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর এলাকার বাসিন্দা শাহজাহান গায়েন।

লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে সরকারি ক্যানেল পাড়ের জমিতে বসবাস করে, কিছুদিন আগেই মৃত্যু হয়েছে শাহজাহানের। বর্তমানে শাজাহান এর স্ত্রী বেলা বিবির ও তার দুই সন্তানের অভিযোগ কয়েক বছর আগে সরকারিভাবে ৫ শতক কৃষিজমি পাট্টা পেয়েছে, সেই জায়গার রেকর্ড পর্যন্ত করে নিয়েছে সাজাহানের পরিবার আর সেই কৃষি জমি সাজাহানের পরিবারকে না দিয়ে জোরপূর্বক দখল করে রেখেছে এলাকার দাপুটে তৃণমূল নেতা আনোয়ার মল্লিক।শুধু তাই নয় কয়েক মাস আগে সরকারি খাস জায়গায় বাড়ি করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেড় লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে এই তৃণমূল নেতা। যেই ঘটনার পর থেকে অসহায় ভাবে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা।

ইতিমধ্যে সুবিচার চেয়ে স্থানীয় শাসক দলের নেতা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও মেলেনি কোন সুরাহা। সকলেই শুধু দিয়েছে আশ্বাস, এমনি দাবি ওই পরিবারের।

জমি দখলের কথা অস্বীকার করেন অভিযুক্ত তৃণমূল নেতা আনোয়ার মল্লিক,তার দাবি ওরা পাট্টা পেয়েছে সঠিক কথা, কিন্তু পার্টিতে আলোচনা করার পরেই ওদের জমি তুলে দেওয়া হবে। সেই সাথে দেড় লক্ষ টাকা নেওয়ার কথাওঅস্বীকার করেন। তিনি বলেন দেড় লঅক্ষ টাকা আমায় দিয়েছিল তার কোন প্রমাণ দেখাতে পারবে না ওরা।

এই তৃনমূল নেতা টাকা নেওয়া কিংবা জমি দখলের চেষ্টার কথা অস্বীকার করলেও সংবাদ মাধ্যম গুলো এই নিয়ে খবর প্রকাশের পরেই নড়ে চড়ে বসে প্রশাসন,জমি ফেরত পায় বেলা, তারপরই সেই জমিতে বাড়িতে শুরু করল তারা।

Related News

Also Read