Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

দু:স্থ ও অসহায় পঁচাত্তর উর্ধ বয়সী মানুষদের পাশে দাঁড়ালেন মীর মমরেজ আলি।

কারোর মা আছে, কারোর বাবা নেই। কেউবা খুবই অসহায়। আবার কারোর সন্তান-সন্ততি কেউই নেই। সমাজের সেই সমস্ত অসহায় ও দরিদ্র বয়স্ক-বয়স্কা মানুষদের প্রতি দেখতে দেবদূতের মতো এগিয়ে এলো এক উদ্যোগপতি। তিনি আর কেউ নন। তিনি হলেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ নম্বর ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তথা পিছাবনী কে এন সি এগ্রো লিমিটেডের কর্ণধার মিনমিত্র প্রাপ্ত মীর মমরেজ আলি। বুধবার বিকেলে সম্পূর্ণ অনাড়ম্বরবিহীন এক অনুষ্ঠানের মাধ্যমে মমরেজবাবুর নিজস্ব বাসভবনে কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পাঁচশো জন দু:স্থ ও অসহায় পঁচাত্তর উর্ধ বয়সী মানুষদের পাঁচ হাজার টাকার চেক তুলে দেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমরেজ আলি জানিয়েছেন, আমরা সমাজবদ্ধ জীব। তাই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধ রয়েছে। সমাজের মানুষের জন্য সামান্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সাধারণ মানুষের আশীর্বাদকে জীবনে চলার পথে পাথেয় করে এগিয়ে যাব। তবে এদিন অচিন্ত্য নায়ক ও উমা দাসেরা বিশেষ আর্থিক সাহায্য পেয়ে খুবই আপ্লুত। তাঁরা মমরেজবাবুর জীবনের সাফল্য কামনা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমালতরু দাসমহাপাত্র, রামনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, কালিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান রুকসানা পারভিন, ব্লকের কর্মাধ্যক্ষ শেখ সিরাজ, কে এন সি এগ্রো লিমিটেডের ডাইরেক্টর মীর ইয়ার আলি, বিশিষ্ট সমাজসেবী লক্ষী নারায়ণ জানা ও মীর তোবারক আলি প্রমুখ।

Related News

Also Read