ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, জাতীয় শিক্ষক ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ও শিক্ষক দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের আপনজন ফাউন্ডেশনের আপনজন পরিবার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিত্বদের শিক্ষাগুরু সম্মান প্রদান করলো।
আপনজন পরিবারের পক্ষ থেকে প্রত্যেকের বাড়িতে গিয়ে সম্মাননা ও সংবর্ধিত করার পাঁচ বিশিষ্ট ব্যক্তিরা হলেন,বাজকুল বলাইচাঁদ হাইস্কুলের প্রধান শিক্ষক ডক্টর চন্দন কুমার মাইতি, কৃষ্ণনগর মনীন্দ্র হাইস্কুলের দুই প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর প্রবাল কান্তি হাজরা ও বৃন্দাবন দাস অধিকারী, গোপালপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ভবেশ কুমার দে এবং আনন্দবাজার পত্রিকার প্রাক্তন বরিষ্ট সাংবাদিক ও সমাজ শিক্ষক সুব্রত গুহ। প্রত্যেকের হাতে স্মারক,ও মিষ্টির প্যাকেট ও ফুলের চারাগাছ দিয়ে সংবর্ধনা ও সম্মানিত করা হয়।
আপনজন ফাউন্ডেশনের চেয়ারম্যান সুরজিৎ পাল, সম্পাদক গৌতম সামাই ও দুই সদস্য, সুমনা প্রধান ও শুভঙ্কর মন্ডল সম্মাননা পাঁচ বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেন।