Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। প্রধানমন্ত্রী নিজেকে বদলেছে,তাই শুভেন্দু জেলে না গিয়ে বিজেপিতে:অভিষেক ।।

প্রধানমন্ত্রী নিজেকে বদলেছেন।ক্ষমতায় আসার আগে দাবি করেছিলেন না খাউঙ্গা,না খানে দুঙ্গা।আর ক্ষমতায় এসেই টিভির পর্দায় ৫ লক্ষ টাকা ঘুষ নিতে দেখা সবচেয়ে বড় গদ্দার ঘুষখোর শুভেন্দু অধিকারীকে জেলে না ভরে বিজেপিতে নিয়েছে বক্তা তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

পূর্ব মেদিনীপুর জেলায় নবজোয়ার কর্মসূচীর দ্বিতীয় দিনে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটে থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ালেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দুপুরে কাঁথি পৌর এলাকার ধর্মদাসবাড় থেকে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটে চন্ডীভেটির উদ্দেশ্যে রওনা দেন অভিষেক।সেখানে বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মুর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।দেশপ্রাণের ভগ্নপ্রাপ্ত বাড়িতেও পুষ্প দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।এরপর মুকুন্দপুর বাজারে পথসভায় বক্তব্য রাখেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রী নিজেকে বদলেছেন।ক্ষমতায় আসার আগে দাবি করেছিলেন না খাউঙ্গা,না খানে দুঙ্গা।আর ক্ষমতায় এসেই টিভির পর্দায় ৫ লক্ষ টাকা ঘুষ নিতে দেখা সবচেয়ে বড় গদ্দার ঘুষখোর শুভেন্দু অধিকারীকে জেলে না ভরে বিজেপিতে নিয়েছে।


অভিষেক বলেন বিজেপির আমলে পেট্রল -ডিজেল -নিত্য সামগ্রী-জীবনদায়ী ওষুধের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।আর এরা কালো টাকা উদ্ধারের নামে মানুষকে লাইনে দাঁড়করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।নোটবন্দীতে ১৪০ জনের প্রান গেছে। অভিষেক বলেন নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকারের আমলে মণিপুরকে জ্বলতে হয়,দেশের খেলোয়াড়দের ঘাড় ধরে রাস্তায় টানতে টানতে নিয়ে যায় পুলিশ।এদের আনলে মানুষ ঘরে টাকা রাখলে কালো আর ব্যাঙ্কে রাখলে গেল।টাকার,মানুষের কোন নিরাপত্তা নেই।

এর থেকে রাজ্যের মানুষদের বাঁচাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপি মুক্ত বাংলা গড়ার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।ইভিএম মেসিনের বোতাম টিপে প্রধানমন্ত্রী বদলের আহ্বান জানান অভিষেক।

এখান থেকে রসলপুর নদী পেরিয়ে খেজুরীতে চলে যান অভিষেক।

Related News

Also Read