পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হলো। কাঁথির দেশপ্রাণ ব্লকের সরদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হল দেশপ্রাণ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস মজুমদারকে। তিনি কলকাতায় বদলী হচ্ছেন।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান ভবানী কর, উপপ্রধান সমীর পাণ্ডব, জয়েন্ট বিডিও সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন আকবর আলি খান, সৌরভ কর, প্রণব জানা প্রমুখ। সকলেই আধিকারিকের সদা সহযোগিতাপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান। আগামী শুক্রবার নতুন বিডিও হিসেবে অরূপ পাত্র দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
দেশপ্রান এডুকেশন ফোরামের কর্মকর্তাগণ ও এদিন বিদায়ী সম্মর্ধনা দেন। উপস্থিত ছিলেন ফোরামের কনভেনার দীপু খান। অন্য তম সদস্যদ সন্তু বেরা। নন্দ বেরা প্রমুখ ।





