Select Language

[gtranslate]
৮ই আশ্বিন, ১৪৩২ মঙ্গলবার ( ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ )

কাঁথি মডেল ইনস্টিটিউশনের শিক্ষামূলক ভ্রমণ: দিঘা ও শঙ্করপুরে বিজ্ঞান ও আনন্দের সমাবেশ

কাঁথি মডেল ইনস্টিটিউশন’-এর ভ্রমণ উপসমিতির উদ্যোগে গত রবিবার  সৈকত শহর দিঘা, শঙ্করপুর ও নায়েকালী মন্দিরে বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র, শিক্ষক-শিক্ষিকাসহ ১১০জনের একটি দল নিয়ে একদিনের শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি সম্পন্ন হল। ছাত্ররা পাঠ্যসূচির বাইরে মুক্ত প্রকৃতির সান্নিধ্যে এসে স্থানীয় ভৌগোলিক ও ধর্মীয়-সাংস্কৃতিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে বিজ্ঞান বিষয়ক  পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে। দীঘা সায়েন্স সেন্টারে স্পেস শো, বিজ্ঞান নির্ভর থ্রি-ডি শো,বিজ্ঞানের নানান মডেল ও প্রদর্শসমূহ সাগ্রহে দেখে এবং একটি বিশেষ ‘সায়েন্স শো’তে অংশ গ্রহণ করে প্রশ্নোত্তরের মাধ্যমে  বিজ্ঞান বিষয়ক নানান অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়। দিঘা সায়েন্স সেন্টারের শিক্ষা অধিকর্তা বিশ্বরূপ দাস এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ছাত্রদের বিজ্ঞান সম্পর্কে উৎসাহী করে তোলেন। সেই সঙ্গে ওল্ড দিঘায় আয়োজিত দ্বিপ্রাহরিক পিকনিকে  মেতে ওঠে সবাই।

শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার পয়ড়্যা, সুশান্ত কুমার ঘোষ,প্রভাত কুমার সাঁতরা,শ্রীনিবাস জানা,সোমা সিনহা,ডলি বর্মণ,বীথিকা বাগ,গোবিন্দ মুর্মু,অতনু মাইতি,কমলেন্দু পণ্ডা, রণজিৎ জানা, দুঃখীশ্যাম মান্না,রাজকুমার রাণা প্রমুখ। বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে ভ্রমণ কর্মসূচি রূপায়ণে সহযোগিতা করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তিন উদ্যমী বর্ষীয়ান শিক্ষক মনোজ কুমার ভূঞ্যা,প্রমথেশ মণ্ডল ও তপন কুমার জানা। কর্মসূচি সফল হওয়ায় দিঘা সায়েন্স সেন্টার কতৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার পয়ড়্যা।

Related News

Also Read

05:53