হলদিয়া শিল্পাঞ্চলে রাস্তা অবরোধ করে লোডিং আনলোডিং এর বন্ধ করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এর জেরে ৫ জনকে গ্রেফতার করেছে । ঘটনাটি ঘটেছে হলদিয়ার এইচপিএল লিংক রোডে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সামনে।
অভিযোগ অন্যান্য দিনের মত এদিনকেও রাস্তা জুড়ে লরি ট্রাক দাঁড়িয়ে ছিলো।ট্রাফিক নিয়ম অনুযায়ী রাস্তা পরিষ্কার করতে যায় পুলিশ। সেখানে বাধার সম্মুখীন হয় পুলিশ।
আরো অভিযোগ সেই সময়ে ট্রাক চালকরা এবং লরি চালকরা ঘিরে ধরে পুলিশকে। রীতিমতো পুলিশের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে রিলায়েন্সের লোডিং এর কর্মচারীরা। এরপর ভবানীপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সূত্রের মাধ্যমে জানা যায় , এই ঘটনায় ৫ জন গ্রেফতার। হলদিয়ার ট্রাফিক ওসি সুরজিৎ চক্রবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তিনি রীতিমতো বাঁধার সম্মুখীন হয় । তাকে ঘিরে ধরে বিশাল বাহিনী। রিলায়েন্সের গেটের সামনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।