পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের খড়াই কোটবাড় গ্রামে কাকিমাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা চালালো এক যুবক। জানা গেছে আল্পনা শাসমল নামে মহিলা তার ছেলে গর্ভবতী বৌমা সহ নাতনিকে নিয়ে দিনযাপন করেন।
বুধবার হঠাৎ কল্পনা শাসমলের সঙ্গে তার বাড়ির’ ভাসুর, জ্যা, এবং ভাসুরের পুত্রের সঙ্গে ঝগড়া শুরু হয়। তারপরেই ভাসুরের পরিবারের সদস্যরা কুড়ুল দিয়ে কাকিমা কল্পনা শাসমলের উপরে হামলা চালালে তার মাথা কেটে যায়। কল্পনা শাসমলের ছেলে ছাড়াতে গেলে তাকেও কুড়ুল দিয়ে পিঠে কুপিয়ে দেয়, তখনই চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলে কল্পনা শাসমল ও তার ছেলেকে তড়িঘড়ি করে উদ্ধার করে, পটাশপুর হসপিটালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে।
এই বিষয়ে কল্পনা শাসমল অভিযুক্তদের বিরুদ্ধে পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনায় অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি এমনটাই জানা যাচ্ছে। পরিবারের অভিযোগ যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক।