প্রদীপ কুমার সিংহ :- রবিবাসরীয় সকালে সোনারপুরে একে অপরকে আবীর মাখিয়ে নির্বাচনী প্রচার সারলেন দুই অভিনেত্রী ৷ যাদবপুর কেন্দ্রের তৄণমুল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ ও সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র দুজনেই একে অপরকে আবীর মাখানোর পাশাপাশি দলীয় কর্মীদের সাথেও আবীর খেলেন ৷ রাজপুর সোনারপুর পৌরসভার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে এদিন নির্বাচনী প্রচার সারেন তারা ৷ বাইক ও টোটো নিয়ে এই দুই ওয়ার্ডের নানান এলাকা পরিক্রমা করেন ৷ বহু জায়গাতেই মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান ৷
শিব মন্দিরে পুজো দেওয়া নিয়ে বিজেপির কটাক্ষ করা নিয়ে এদিন মুখ খুললেন সায়নী ঘোষ ৷ বিজেপির কটাক্ষ ছাড়া অন্য কিছু করার নেই ৷ বিজেপির প্রতি মানুষের সাড়া ও সমর্থন কিছুই নেই ৷ সায়নী ঘোষ সাংসদ হলে টিকটক দেখা যাবে এছাড়া উন্নয়নের কাজ হবে না বলে বিরোধীদের পাল্টা কটাক্ষরও জবাব দেন ৷ তিনি বলেন মানুষের উপর ছেড়ে দেন ৷ বিরোধী প্রার্থীদের কে মানুষ এর আগে আদৌও দেখেছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন ৷ বিজেপির মত তারা ভোটপাখি নন বলেই দাবি সায়নীর ৷
শনিবার রাত্রে সোনারপুর স্টেশন এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। তাতে কয়েকজন বিজেপির কর্মী আহত হন বলে দাবি করেন বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূলের দুষ্কৃতীরা এ কাজ করেছে।
এই সম্বন্ধে সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদায়ী লাভলী মৈত্রকে প্রশ্ন করলে সাংবাদিকরা তিনি বলেন বিজেপির মাঠ পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে কোন দোকানে যদি বিজেপি দলীয় পতাকা লাগায় দোকানদার যদি খুলে দেয় সেই ব্যাপারে তৃণমূল কোন দায়ী নয়। তিনি আরো বলেন কিছুদিন আগে সোনারপুর দক্ষিণে একটি কর্মী সম্মেলন হয়েছে তাতে মনে হয়েছে মিনি ব্রিগেডে পরিণত হয়েছিল। সেই সম্মেলন কে দেখে বিজেপি ভয় পেয়ে গেছে।