পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল তেতুলবেড়িয়া মৌজায় ৫ একর জায়গার উপর গড়ে উঠবে টয় মেকিং ইউনিট।

মঙ্গলবার দুপুরে এইচ পি এল লিংক রোডের নিকটস্থ এই ইউনিটের ভিত্তি প্রস্তর হয় । নারকেল ফাটিয়ে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজী। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় ,হলদিয়া উন্নয়ন পরিষদের সিইও কুন্তল সুধীর ও হলদিয়া উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
খুব শীঘ্রই এই ইউনিটি গড়ে উঠবে বলে জানান, জেলাশাসক পূর্ণেন্দু মাজী। বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এখানে কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন জেলা শাসক।

Post Views: 19