পঞ্চায়েতের সদস্যদের প্রশিক্ষণ শিবির  - Ekhansangbad

Select Language

[gtranslate]
৩১শে আষাঢ়, ১৪৩২ মঙ্গলবার ( ১৫ই জুলাই, ২০২৫ )

পঞ্চায়েতের সদস্যদের প্রশিক্ষণ শিবির 

প্রদীপ কুমার সিংহ

                                বারুইপুর ব্লক অধীনে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে দু’দিনব্যাপী একটি প্রশিক্ষণ শিবির হয় বারুইপুর রবীন্দ্রভবনে।জনস্বাস্থ্য আর্থিক ব্যবস্থাপনা গ্রাম পঞ্চায়েত পরিচালনা কেমন করে করতে হবে,গ্রাম পঞ্চায়েত গঠন, সভা, সমিতি, মিটিং কেমন করে পরিচালনা করতে হবে তার প্রশিক্ষণ এবং কর আদায় সেই সঙ্গে অকর আদায় কেমন করে করতে হয় তার প্রশিক্ষণ হলো। গ্রাম পঞ্চায়েত যে সকল বিষয় ভিত্তিক কাজ হয় সেইগুলো সব প্রশিক্ষণ দেওয়া হয় এই অনুষ্ঠানে।

এখানে উপস্থিত আছেন বারুইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক যুগ্ম আধিকারিক সঞ্জীব কুমার মৃধা, জেলা আই এস জি পি সেল আধিকারিক রেবা চন্দ্র ও পিয়ালী দাস। বারুইপুরের সমষ্টি উন্নয়ন যুগ্ম আধিকারিক সঞ্জীব কুমার মৃধা সাংবাদিকদের বলেন বারুইপুর ব্লকের মোট ১৯ টা গ্রাম পঞ্চায়েতের সাধারণ সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির হবে। ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবির হবে রবীন্দ্র ভবনে। ৪ তারিখ আর ৫ জুন বারুইপুর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের এই প্রশিক্ষণ শিবির হয়। ৯ তারিখ ১০ তারিখ বারুইপুরে বাদ বাকি ১১টি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের প্রশিক্ষণ শিবিরের অনুষ্ঠান হবে এখানে। বারুইপুর দুটি বিধানসভা আছে বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম। এই বিধানসভার অন্তর্গত ১৯ টি গ্রাম পঞ্চায়েত আছে। সেই গ্রাম পঞ্চায়েতে ভাগ ভাগ করে চার দিনব্যাপী পঞ্চায়েতের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে এসে সদস্যরা বলেন তারা অনেক কিছু প্রশিক্ষণ শিবির থেকে শিখেছেন।

Related News

13:13