এসআইআর আতঙ্কের জেরে এবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক হোটেল ব্যাবসায়ীর। ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর ১ব্লকের কাঁটাবনি গ্রামে ।পূর্ব মেদিনীপুরের ঘটনা নিয়ে মোট সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
কাঁটাবনি গ্রামের বাসিন্দা শেখ সিরাজউদ্দিনের পূর্ব পুরুষরা কেউ বাংলাদেশ বা অন্য কোনও জায়গা থেকে আসেননি বলেই দাবি এলাকাবাসীর। বহুদিন বিদেশে ছিলেন শেখ সিরাজউদ্দিন। সম্প্রতী দেশে ফিরে দিঘায় একটি হোটেল করেছেন শেখ সিরাজউদ্দিন।
এসআইআর আবহে রবিবার কাজগপত্র বের করতে গিয়ে বাবার নাম ভুল দেখেন সিরাজউদ্দিন।তারপর থেকেই বেশ চিন্তায় ছিলেন বলে জানা গেছে পরিবারের তরফে। আর সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বলে অভিযোগ।তার পরেই গতকাল সন্ধেয় নাগাদ অসুস্থ হন তিনি। সিরাজবাবুকে নিয়ে যাওয়া হয় সৈকত শহর দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে নিয়ে গেলে কিছুক্ষণ পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারে ছয় মেয়ে ও দুই ছেলে ও স্ত্রী রয়েছে বলে খবর।
রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন,উনি সুস্থই ছিলেন। তবে এসআইআর আতঙ্কে ছিলেন। সকলের সঙ্গে এই নিয়ে আলোচনাও করতেন। শুনেছি সেই আতংক আরো বাড়ে তাঁর বাবার নাম ভুল থাকায়। বাকিটা পাড়ার লোকজন বলবে।





