কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্নার উদ্যোগে মেছেদা বাইপাসে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য শিবিরে কাঁথি লায়ন্স ক্লাবের সহযোগিতায় প্রেসার ও সুগার চেক আপ করা হয়। প্রায় পঞ্চাশ জন বাসিন্দার বিনামূল্যে এই চেক আপ করা হয়।
এছাড়া কাঁথি ভোলানাথ আই হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। ওয়ার্ডের ষাট জন মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। ভাইস চেয়ারম্যান তাঁর বক্তব্যে,কাঁথি লায়ন্স ক্লাব ও ভোলানাথ আই হাসপাতালের বিনামূল্যে এই শিবির পরিচালনা এবং পরিসেবা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Post Views: 69





