Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

নেগুয়া মহিলা সংঘ ও জাগরণী সংঘের বাৎসরিক উৎসব

নেগুয়া মহিলা সংঘ এবং জাগরণী সংঘ প্রতিবছরই এই অনুষ্ঠানের আয়োজন করে। এটা তাদের বাৎসরিক উৎসব। প্রতিবছরই আমি এখানে অংশগ্রহণ করি তাদের ডাকে , পাশাপাশি এই মহতী অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য গ্রামের মানুষ সর্বতোভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এদিন পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের নেগুয়াতে সাংবাদিকদের মুখোমুখি এমনই মন্তব্য করলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।

তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা সু সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ঐক্য সম্প্রীতি বজায় থাকে। ফলে বাংলার সংস্কৃতি এই অনুষ্ঠানের মধ্যেই জড়িয়ে আছে। এর মধ্য দিয়ে সামাজিক গুণাবলী প্রকাশ পায়। পাশাপাশি আমি এই কমিটি গুলোকে আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাবো প্রতিবছর এইরকম একটি মহদী অনুষ্ঠান পরিবেশন করার জন্য।

Related News

Also Read