Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

জাতীয় সড়ক ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের।

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচি পালন করা হয় ।

দিল্লিতে রাজ্যের গরিব মানুষের ১০০ দিনের কাজের টাকা দাবিতে এবং কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি ও তৃণমূলের প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সময় নিয়ে দেখা করতে গেলেও কেন্দ্রীয় মন্ত্রী দেখা করেননি।

এরপরে কেন্দ্রীয় দিল্লী পুলিশ অভিষেক ব্যানার্জি ও তৃণমূলের প্রতিনিধি দলকে শারীরিকভাবে হেনস্তা করে এবং আটক করে তার প্রতিবাদে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট কলেজ গেটের কাছ থেকে মিছিল বার করে। ১১৬ বি জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে ।

ফলে ১১৬ বি জাতীয় সড়ক আধ ঘন্টার সময় ধরে সারি সারি বাস লরি দাঁড়িয়ে থাকে, ছাত্র-ছাত্রীদের এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রনেতা আবেদ আলী খান, টিএমসিপি ইউনিট সভাপতি নিমাই দাস, ছাত্রনেতা নিতাই বারিক, শেখ জাভেদ, কিংকর পাত্র, অরণ্য বর, প্রত্যুষা পাত্র প্রমূখ।

Related News

Also Read