খানাখন্দে ভরা বেহাল রাস্তা এক দম্পতির শিশু পুত্রকে সারা জীবনের জন্যে কেড়ে নিলো !স্বাভাবিক কারনে এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ।সেই সাথে একরাশ ক্ষোভ দেখা দিয়েছে প্রশাসনের বিরুদ্ধে।মর্মান্তিক এই ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে।
এগরা -বাজকুল রাজ্য সড়কের খড়াই বাজার সংলগ্ন সামসুবাড় এলাকায় মঙ্গলবার রাতে এক দম্পতি শিশু পুত্রকে নিয়ে বাইকে চেপে এগরার দিকে যাচ্ছিল। সেই সময় পেছন দিক থেকে আসা একটি লরি বাইকে এসে ধাক্কা মারে, মায়ের কোলে বসা বাচ্চাটি ছিটকে রাস্তার উপর পড়ে যায়, সেই সময় বাচ্চাটির উপর দিয়ে লরির চাকা চলে যায়। ঘটনাস্থলে ওই শিশু পুত্রের মৃত্যু হয়। স্থানীয়রা ছুটে এসে শিশুটির মা-বাবাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে এগরা বাজকুল রাজ্য সড়ক। নিত্যদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তবুও টনক নড়ানী প্রশাসনের। আর এই খারাপ রাস্তার কারণে আজ এক মায়ের কোল খালি হলো। তাঁদের দাবি রাস্তায় থাকা খানাখন্দ কাটিয়ে যাওয়ার সময়েই নিয়ন্ত্রন হারিয়ে ফেলে লরিটি।
দুর্ঘটনাটিকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।ব্যাপক উত্তেজনা শুরু হয়। স্থানীয়রা বিক্ষোভ দেখিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ আসে। পুলিশ এলেই পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।পরে পুলিশ সকলকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।






